বারহাট্টায় নবাগত ইউএনও ফারজানা আক্তার ববির মত বিনিময় সভা
লতিবুর রহমান খান :
নেত্রকোনার বারহাট্টা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি এঁর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকদের মত বিনিময় সভার অনুষ্টিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক প্রমুখ।