বারহাট্টায় নারী , শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারীর , শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয়করণ কর্মশালায় গঠিত ষ্টিয়ারিং কমিটির প্রথম সভাটি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা উপজেলা ষ্টিয়ারিং কমিটির সমন্বয়ক মাজহারুল ইসলামের পরচিালনায় তাকে সহযোগিতা করেন বিএনপিএস বারহগাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক।
সভায় জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নারী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, কবি মানস গুণ, আদিবাসী নেতা সমীরণ কুমার সিংহ, মহিলা পরিষদ নেত্রী নীলুফা সুলতানা, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা রানী পাল, আনসার ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা মোঃ তাজউদ্দিন সহ কমিটির আরো সদস্যগন অংশ নিয়ে আলোচনা পর্যালোচনা করে স্থানীয় সমস্যা কে অগ্রাধিকার দিয়ে আগামী ডিসেম্বর সময় পর্যন্ত একটি পরিকল্পনা প্রনয়ন করেছেন।
সভায় বিএনপিএস এর পরিচালক শাহনাজ সুমি ও জিএনডাব্লিওপি এর বাংলাদেশের প্রতিনিধি পাহিমা আহমেদ অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহনকারীদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামুলক মতামত প্রদান করেন।