বারহাট্টায় নৌকার প্রার্থী আশরাফ আলী খান খসরু’র মত বিনিময়
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ নেত্রকোনা সদর- বারহাট্টা আসনে নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এম.পি-কে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুল কবীরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান এমপি।
অন্যদের মধ্যে নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রণি, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।