বারহাট্টায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পভ‚ক্ত পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌগ্য উদ্যোগে আলোচনার সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববিব সভাপতিত্ব ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এ সময় অন্যদের বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা লাইজু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছ্বাস পাল, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর, পাট চাষী শেখ আলকাছুর রহমান প্রমুখ।