বারহাট্টায় পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ
লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প” এর আওতায় তালিকাভূক্ত পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, পাট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল আলম, যুগ্ম আহ্বায়ক মুন্না, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগণসহ পাট চাষীগণ উপস্থিত ছিলেন।
বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান কৃষকের প্রতি পাট চাষে অধিকতর যত্মবান হয়ে বারহাট্টা সোনালী আশে সোনালী ফসল ফলিয়ে ভরপুর করার আহ্বান জানান।