বারহাট্টায় পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় স্বনামধন্য পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রধান অতিথি থেকে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।
পাশাপাশি তিনি পাবলিক লাইরেব্রীর পরিদর্শনসহ পাঠকদের সাথে কৌশল বিনিময় করেন। এ লাইব্রেরীর সার্বিক উন্নয়নে আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, সহকারি কমিশনার (ভূমি) শামীম আফরোজ মারলিজ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বারহাট্টা পাবলিক লাইরেব্রীর সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, বারহাট্টা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বিভিন্ন অফিসের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।