বারহাট্টায় পূজামন্ডপ পরিদর্শন করলেন জাস্টিস
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস।
সোমবার নবমীর দিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়সহ আর্থিক সহযোগিতা ও বস্ত্র উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মিল্টন কান্তি কর, সাবেক সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান তালুকদার, সাহেক সহ-সভাপতি এস.এম. তৌফিক রিমন, সাবেক সদস্য, রাখেশ সরকার, সাবেক সদস্য রুবেল তালুকদার, সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহাবুল, সাবেক সদস্য ফরহাদ আহাম্মেদ, বারহাট্টা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম আজাদ বকুল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ।
জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস বলেন, বাংলাদেশ একটি অসাস্প্রদায়িক দেশ। এদেশে জাতিতে জাতিতে কোন ভেদাভেদ নেই। ধর্ম যার যার উৎসব সবার। স্বাধীনতা বিরোধী একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপর হামলা ও জানমালের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সকল লোক ও দল থেকে সাবধান থাকার জন্য হিন্দু সম্প্রদায়ের জনগণকে অনুরোধ করেন তিনি।