বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সার্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা উপলক্ষ্যে ভিডিও প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভ‚মি) ফয়জুর রহমান, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, কৃষি অফিসার রাকিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ছন্দু, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত