বারহাট্টায় প্রতিপক্ষের হামলায় আহত-৩, থানায় মামলা

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩
প্রতিকী ছবি

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় উত্তর ডেমুরা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মাছের খৈন থেকে জোরপূর্বক মাছ ধরাসহ বাড়ীর লোকজনের মারপিটের অভিযোগে বারহাট্টায় থানায় অভিযোগ উঠেছে।

উত্তর ডেমুরা গ্রামের রাখাল দাসের ছেলে মাধব দাস রোববার বিকালে এ অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন একই গ্রামের মৃত নূরুল আমীনের ছেলে আনোয়ার হোসেন, শাহাজাহান মিয়া, মোঃ দিলোয়ার হোসেন, মৃত আলিমুদ্দিনের ছেলে মানিক মিয়া, আনিছ মিয়া, মোঃ হাদিস মিয়া, হারেছ মিয়া, মৃত জব্বার মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া, মৃত আব্দুল কাদির মাষ্টারের ছেলে রাসেল মিয়া, রুবেল মিয়া, মৃত মকবুল হোসেনের ছেলে হাসেম মিয়া , কাশেম মিয়া, মিরাশ মিয়া, সিদ্দিক মিয়া, হাদিস মিয়ার স্ত্রী মাহমুদা আক্তার।

মামলার বাদী মাধব দাস বলেন, আসামিরা আমার গ্রামের বাসিন্দা। বিগত ০৮-১২-২০২৩ ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় আমার খৈন হইতে জোরপূর্বক মাছ ধরিয়া নিয়া যায়। আমি উক্ত মাছ ধরার বিষয়টি ৯৯৯ নাম্বারে পুলিশকে জানালে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে একই তারিখ দুপুরে আমার বসত ঘরের পিছনের রাস্তা উপরে আমার পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করে ও আমার পরিবারের মহিলাদের গলায় থাকা স্বর্ণাংকার নিয়ে যায়। পরে আমার পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে আমার পরিবারে সদস্যদের বারহাট্টা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।