বারহাট্টায় ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় তারুণ্যের উৎসবে ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, তথ্য অফিসার পাপন চন্দ্র, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সদস্য সচিব আশিক আহম্মেদ কমল, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, আব্দুল সালাম, হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের লোকজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ২২-০১-২০২৫ ইং তারিখ নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উৎসবে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প মেলা, বই মেলা, পিঠা উৎসব, যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা, পুষ্টিবিষয়ক কর্মশালা ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।