বারহাট্টায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে অষ্টেলিয়ান পিজিয়াম জাতীয় দুইটি গাভি গরুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
গরু গুলো হলো গাভারকান্দা গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে আজিম মেম্বারের ১টি ও একই গ্রামের জামাল আজাদের ছেলে জুলহাস উদ্দিনের একটি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরু গুলো পরিচর্যার জন্যে বাড়ীর সামনের মাঠে রেখে আসে। পরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি ও বজ্রপাতের সময়ে হঠাৎ দুটি গরুর উপর বজ্রপাত হলে গরু গুলো মাঠিতে লুটিয়ে পড়ে। পরক্ষণে ঘটনাস্থলেই গরু গুলোর মৃত্যু হয়।
গরুর মালিক আজিম উদ্দিন মেম্বার জানান, আমার গরুটির বাজার মুল্য ৮০ হাজার ও আমার প্রতিবেশী জুলহাস উদ্দিনের গরুটির বাজার মূল্য ৮০ হাজার টাকা হবে। একত্রে আমাদের ১ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছি।
আসমা ইউনিয়নের চেয়াম্যান শফিকুল ইসলাম খান জানান, আমি বিষয়টি অবগত আছি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারটি দুইটি প্রতি সমবেদনা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, শনিবার সকালে আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে বজ্রপাতে দুই কৃষকের দুইটি গরুর মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। সমবেদনাসহ পরিবার দুইটিকে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।