বারহাট্টায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কবুলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে রায়পুর ইউনিয়নে বন্যায় কবুলিত ২শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি জি.আর. চাল ও ৭ প্রকার সম্বলিত শুকনো খাবারের প্যাকেট ।

য়এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ।

এছাড়াও স্থানীয় এলাকার গণ্যমান্যসহ ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহযোগিতা স্বরূপ রায়পুর ইউনিয়নে বন্যায় কবুলিত আজ ২শ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।