বারহাট্টায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

সাহতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চঞ্চল, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ নাসির, ব্র্যাকের অফিসার সেলপ স্বপ্না দে প্রমুখ।

এছাড়াও সাহতা ইউনিয়ন পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ, কাজী, ইমাম, পুরুহিত ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।