বারহাট্টায় বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আসমা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মনাষ কে.বি. ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্ব ও আবুল কালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হুদা খান, সদস্য সচিব আশিক আহম্মেদ কমল, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক সভাপতি শামছুর রহমান বাবুল, নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদির, বারহাট্টা কৃষক দলের সভাপতি বাবুল মিয়া, বারহাট্টা যুবদলের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব মহিবুর রহমান, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, বারহাট্টা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল মামুন বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।