বারহাট্টায় বিএনপির তত্বাবধানে বানভাসিদের পাশে প্রয়াস
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণার বারহাট্রায় বানভাসিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপির তত্বাবধানে উপজেলার রায়পুর ইউনিয়নে ফকির আশরাফ ডিগ্রি কলেজ মাঠে অন্তত ৫ শতাধিক মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেছেন প্রয়াস নামে একটি সামাজিক সংগঠন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহব্বায়ক ডাঃ আনোয়ারুল হক, প্রয়াসের চেয়ারম্যান রাকিবুল হক মারজান বারহাট্রা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক মানিক আজাদসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় নেতাকর্মীরা।