বারহাট্টায় বিএনপির মঞ্চ ভাংচুর ও ককটেল নিক্ষেপ মামলার আসামী আটক

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো ও ককটেল নিক্ষেপ মামলায় তাহের মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান নিশ্চিত করেছে। ২০২২ সালের ৩ সেপ্টেম্বরে মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো ও ককটেল নিক্ষেপ মামলায় ২০ অক্টোবর রবিবার রাতে বৃকালিকা গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। তাহের মিয়া বিক্রমশ্রী গ্রামের হালাল মিয়ার ছেলে।

জানা যায় ৩ সেপ্টেম্বর ২০২২ সালের মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো, মারপিট ও ককটেল নিক্ষেপের অভিযোগ এনে ২রা সেপ্টেম্বর ২০২৪ সালে গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার (২৮) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করে। এই মামলার এজাহার ভুক্ত  আসামী তাহের মিয়া (৪০) ।

তাহের মিয়ার ছোট ভাই ফক্কুল মিয়া মিয়া বলেন, আমি  সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক দলের সহ সভাপতি। আমার ভাই কবে নেতা হল আমি জানি না। আমার ভাই মানুষের বাড়িতে কাজ ও পোনা মাছ বিক্রি করে সংসার চালায়। এই মামলার বিষয়ে আমি কিছুই জানি না। আমার ভাইয়ের ৫৮ বছর বয়স হয়েছে। চারজন ছেলে মেয়ে রেখে আমার ভাই জেলে যাচ্ছে। এখন পোলাপান গুলোকে খাওয়াবে কে।

বিক্রমশ্রী গ্রামের হাফিজ মিয়া বলেন, তাহের মিয়া একজন দিনমজুর। মাঝে মধ্যে সে পোনা মাছের ব্যবসা করে। আমার জানা মতে আওয়ামী লীগ বা বিএনপি কোথাও তার কোন নাম নেই।

তাহের মিয়া দলের কোন দায়িত্বে আছে জানতে, বারহাট্টা উপজেলা শাখার বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী কে জিজ্ঞেস করলে তিনি বলেন, দলের দায়িত্ব আছে কি না তা আমার জানা নেই। তবে সে বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চলতো। সে আওয়ামী লীগ, এতে কোন সন্দেহ নেই।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, তাহের মিয়া একজন এজাহার ভুক্ত আসামী। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।