বারহাট্টায় বিএনপি’র ২ নেতা আটক

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় নাশকতা মামলায় জড়িত থাকার দায়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বারহাট্টা থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা করে। বারহ্ট্টাা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বিক্রশ্রী গ্রামের বাদশা মিয়ার ছেলে আবুল খায়ের, বিএনপি ইউনিয়ন কমিটির সদস্য সচিব ও গড়মা গ্রামের সবুজ মিয়ার ছেলে আশিক মিয়া।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, নাশকতার সাথে জড়িত থাকার দায়ে মঙ্গলবার রাতে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।