বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও হরতাল পালিত

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

লতিবুর রহমান খান :
নেত্রকোণার বারহাট্টায় ফিলিস্তিনে অসহায় নিরীহ-নিরপরাধ মুসলমানদের ইসরাইলি কর্তৃক জোরপূর্বক পেশী শক্তি দিয়ে হত্যাযজ্ঞ, বর্বরোচিত হামলা, দখলদার আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও হরতাল পালিত হয়েছে।

সোমবার উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও হরতাল পালিত হয়। বিক্ষোভ মিছিল ও হরতাল সফল করতে সকাল থেকে উপজেলার বিভিণ্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বারহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে জমায়িত হয়।

পরে একই দিন বিকাল ২ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাছির খান, হেফাজতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাহতা ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান নুরুজ্জামান, সাবেক ছাত্রদল সভাপতি এম.এ. আওয়ালসহ উপজেলার সর্বস্তরের শত শত তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।