লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় বিদ্যুৎপৃষ্ঠে তোফাজ্জল হোসেন (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার ১:১০ ঘটিকার সময় বোয়ালজানা গ্রামে তার চাচা আক্কাস আলী বাড়ীতে এ ঘটনা ঘটে।
তোফাজ্জল হোসেন বোয়ালজানা গ্রামের দুলাল মিয়ার ছেলে। বারহাট্টা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন সোমবার ১:১০ ঘটিকার সময় তার চাচা আক্কাস আলীর বাড়ীতে বিদ্যুতের সমস্যা সমাধান করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালে আছে। থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত