বারহাট্টায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

লতিবুর রহমান খানঃ
“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি এক সাথে” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বারহাট্টা সদর হাসপাতালের কনসাল্টটেন্ট অ্যানেসথেসিয়া ডাঃ মোঃ মাজহারুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।