বারহাট্টায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় বিশ্ব হাত দোয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ  উদ্যোগে সদর উপজেলার গোপালপুর দারুসসুন্নাহ আরাবিয়া হাফিজিয়া ও  এতিমখানা  মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে গোপালপুর দারুসসুন্নাহ আরাবিয়া হাফিজিয়া ও এতিমখানা  মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপসহকারি অফিসার মোঃ বিদ্যু মিয়া, উপজেলা প্রোগ্রামার পাপন চন্দ্র সরকার, গোপালপুর দারুসসুন্নাহ আরাবিয়া হাফিজিয়া ও এতিমখানার মোহতামিম জুনাইদ প্রমুখ।

এছাড়াও সদর উপজেলার গোপালপুর দারুসসুন্নাহ আরাবিয়া হাফিজিয়া ও  এতিমখানা অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, জনস্বাস্থ্য অফিসের অন্যান্য কর্মচারী, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালপুর দারুসসুন্নাহ আরাবিয়া হাফিজিয়া ও এতিমখানার শিক্ষার্থীদের খাবার পরিবেশন ও ২টি করে সাবান বিতরণ করা হয়।