বারহাট্টায় বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
সারাদেশের বিভিন্ন স্থানের ন্যায় নেত্রকোণায় বারহাট্টায় প্রচন্ড তাপদাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।
বুধবার উপজেলার আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের উদ্যোগে সকাল ১০ ঘটিকার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেলার মাঠে এ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রচন্ড তাপদাহের কারণে সকল মানুষের জন জীবন অতিষ্ট। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার কৃষকের উৎপাদিত ফসল। প্রচন্ড তাপতাহের কারণে চলতি ইরি-বোরো ফসল পুড়ে যাচ্ছে। বিভিন্ন জাতের গাছ-গাছালিতে ধরেছে মরণ। হিটষ্ট্রোকে মানুষ মারা যাওয়ার খবর আসছে প্রতিনিয়তই।
রৌহা গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় ও অতিরিক্ত তাপদাহের কারণে আমার ৯০ শতাংশ জমির ২৯ জাতীয় ধানী ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে।
ছোট কৈলাটী গ্রামের ফারভেজ জানান, বৃষ্টি না হওয়াতে আমার ফসলী জমির অনেক ক্ষতি হয়েছে। সময়মত বৃষ্টি হলে আমার এ ক্ষতি হতো না।
নামাজ শেষে সকলেই মহান আল্লাহ পাকের কাছে নিজ নিজ কৃতকর্মের মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের দরবারে রহমত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
এতে ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ এলাকার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ সিদ্দিকুর রহমান সাহেব।