বারহাট্টায় বেগম রোকেয়া দিবসে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় বেগম রোকেয়া দিবসে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মানতা প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা নারী প্রগতি সংঘের সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কবি মনোয়ার সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ইসলাম মীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।