লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শিপুল সরকার (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার বাউসী ইউনিয়নের বাউসী বাজারে তার ভাড়াটিয়া দোকান থেকে লাশ উদ্ধার করা হয়। শিপুল সরকার নেত্রকোণা জেলার সদর উপজেলার বাংলা গ্রামের মৃত সংকর সরকারের ছেলে। সে বাউসী বাজারে পোল্ট্রি মোরগের ব্যবসা চালিয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শিপুল সরকারকে তার ব্যবসায়িক ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয়রা রবিবার সকালে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে বারহাট্টা থানায় নিয়ে আসে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনায় শিপুল সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত