বারহাট্টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে সহকারি কমিশনার (ভূমি) ফয়জুর রহমানের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে সমবায় অফিসার আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, সাবেক অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।