বারহাট্টায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় সমবায় সংক্রান্ত সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ বিষয় ও বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অন্যদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, সমবায় অফিসার মোঃ আতাউর রহমান, জেলা সমবায় প্রশিক্ষণ ফেরদৌস আলমগীর, সহকারি প্রশিক্ষক মোঃ রেজাউল হক খান বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা সমবায় অফিসের সহকারি অডিট অফিসার পান্না আক্তার ও শ্যামলী আক্তার উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশ গ্রহণ করেন।

রৌহা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রশিক্ষনার্থী হাসিনা আক্তার জানান, এ মহতি প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে পেরে অজানা অনেক বিষয় আমি জানতে পেরেছি। প্রতিটি প্রশিক্ষণ সরকারের মহৎ উদ্যোগ।