বারহাট্টায় মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় প্রকল্পের (সমবায় অংশ) সফল বাস্তবায়নের লক্ষে আয়োজিত মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে সহকারি প্রকল্প পরিচালক, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় প্রকল্পের (সমবায় অংশ) এর উদ্যোগে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্সে সমবায় অফিসার আতাউর রহমানের সভাপতিত্ব ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক পান্না আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোছাঃ শ্যামলী আক্তার, ২নং সাহতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেউলী গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাঠকর্মী নূর আহম্মদ খান, নুরুল্লাচর গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাঠকর্মী শাহ আলম, দরুন সাহতা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাঠকর্মী শিরিন আক্তার, প্রমুখ।

এ মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণে ২৫টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাঠকর্মী উপস্থিত ছিলেন।