বারহাট্টায় ‘মা’ দিবস উদযাপিত

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৪

লতিবুর রহমান খানঃ
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় ‘মা’ দিবস উদযাপিত হয়েছে।

সোমবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিঃ দাঃ) জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যদের মধ্যে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাবেক অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মী কামরুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন।