বারহাট্টায় মোটর সাইকেল দূর্ঘটনায় টিপু সুলতান আর নেই
লতিবুর রহমান খান : নেত্রকোনার বারহাট্টায় মোটর সাইকেল দূর্ঘটনায় চালক টিপু সুলতান (২৫) নামে একজন নিহত ও রাফি নামের একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৩ ঘটিকার সময় আসমা- কৈলাটী আঞ্চলিক রাস্তায় লক্ষীপুর নামক স্থানে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামের সবুজ মড়লের ছেলে ও আহত রাফি নিহতের চাচাতো ভাই ও জাহাঙ্গীর মড়লের ছেলে।
স্থানীয়রা জানায় টিপু সুলতান ও তার চাচাতো ভাই রাফি মোটর সাইকেল যোগে নিজ গ্রাম হতে বারহাট্টা শহরের দিকে আসতেছিল। আসমা- কৈলাটী আঞ্চলিক রাস্তায় লক্ষীপুর নামক স্থানে এসে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে থাকা তাল গ্রাছের সাথে টিপু সুলতান ও রাফি ধাক্কায় উভয়েই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত মেডিকেল অফিসার অদ্রিতা চৌধুরী টিপু সুলতানাকে মৃত ঘোষনা করেন। আর আহত রাফিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম মোটর সাইকেল দূর্ঘটনায় টিপু সুলতালের নিহতের ঘটনা নিশ্চিত করেন।
এ নিহতের ঘটনায় পরিবার ও স্থানীয় লোকজনের মাঝে নেমে এসেছে শোকের মাতম।