বারহাট্টায় মৎস্য অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪

লতিবুর রহমান খানঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক ও মৎস্যচাষীদের সমন্বয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাংবাদিক লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, আফজল হোসেন, জাকির হোসেন, মৎস্য চাষী মোঃ শেখ ফরিদ, সুলতান মিয়া, বিশ্বজিত দাস প্রমুখ।

মৎস্য চাষে বারহাট্টায় উত্তরোত্তর সাফল্য আনয়ন ও পোনা মাছ নিধনে প্রশাসনিক হস্তক্ষেপ, সামাজিক সচেতনতাসহ আগামী ৩১ জুলাই ২০২৪ জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতেই এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।