বারহাট্টায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

লতিবুর রহমান খান :
নেত্রকোণার বারহাট্টায় ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা আওতায় বোরো ধানের উফশী (ব্রি- ২৯) জাতের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সাহতা গ্রামের ফসলী বোরো জমিতে চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একই গ্রামে এ চারা রোপন কর্মসূচি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্ব ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক মিঠুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, ময়মনসিংহ বিভাগের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সালা উদ্দিন কায়সার, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রাকিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা প্রমুখ।