বারহাট্টায় লড়ি চাপায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টা বালুবাহী লড়ি চাপায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩ ঘটিকায় সময় নেত্রকোনা-মোহনগঞ্জ মহাসড়কের গোপালপুর বাজার গরুহাট্টা এলাকার রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম নাম অনন্ত। সে সুনামগঞ্জ মধ্যনগর উপজেলা মাছিমপুর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে। অভাবের কারণে শিশুটির বাবা মা ঢাকায় থাকে। ছেলেটি তার নানা বাড়ি গুমুরিয়াতে থাকতো। তার নানি রহিমার সাথে বাজারে এসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশুটি রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় মোহনগঞ্জ গামী একটি বালি বুঝায় লড়ি এসে চাপা দেয়ায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনাস্থলে গিয়ে লাশের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। কেউ কেউ লড়ির ড্রাইভার কে খুঁজতে মরিয়া।

উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়, পরে ফায়ারসার্ভিস অফিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুটির নানা মোঃ ছাইকুল মিয়া বলে আমি এই শিশু হত্যার বিচার চাই। আমার নাতি মারা গেছে উল্টা আমরাই মার খাচ্ছি। পুলিশ আমাদের কে পিটিয়ে রক্তাক্ত করেছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন ঘাতক লড়ি ড্রাইভার কে আটক করা হয়েছে । নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।