বারহাট্টায় লোকাল ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় ময়মনসিংহ গামী লোকাল ট্রেনের ধাক্কায় সাধন চন্দ্র দাস (৬০) নামের এক ব্যক্তির মৃত্যুহয়েছে।

সোমবার রাত ৯ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাধন চন্দ্র দাস আসমা গ্রামের মনীন্দ্র দাসের ছেলে। তার পরিবারের লোকজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার সকাল ৯:৫০ ঘটিকার সময় ময়মনসিংহ- মোহনগঞ্জ রেললাইনে আটপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায় সাধন চন্দ্র দাস শুক্রবার পুকুরে মাছ চাষের খবরাখবর নিয়ে বাড়ী ফেরার পথে রেললাইন পারাপারের সময় ময়মনসিংহ গামী লোকাল ট্রেনের ধাক্কায় মাটিতে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমা সুলতানা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি একজন শ্রবণপ্রতিবন্ধী লোক ছিলেন।