বারহাট্টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণা বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভ‚মি) ফয়জুর রহমান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।