বারহাট্টায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় আসন্ন ৯ অক্টোবর ২০২৪ শারদীয় দুর্গাপূজা আড়ম্বর, শান্তিপূর্ণ, আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ বাবুল, বারহাট্টা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রেজাউল মৌলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রমেন্দ্র নারায়ণ সরকার রনু, জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ নাজমুল হক, বারহাট্টা থানার এস.আই. সায়েম, হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গণেশ পাল, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দেবল কুমার ঘোষ প্রমুখ।
পূজা উদযাপনের কমিটির সহ-সভাপতি রমেন্দ্র নারায়ণ সরকার রনু জানান, এ বার উপজেলায় ৪৮টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যে কোন ধরণের অপরাধ দমনে প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরা চালু থাকবে। প্রতিটি পূজা মন্ডপের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল নাম্বার ঝুলিয়ে রাখা হবে।
এছাড়া মনিটরিং টিম ও ভিজিটিং টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে। বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, পূজা মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম প্রস্তুত রাখা হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার বিষয়ে সকল পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে।