বারহাট্টায় শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সভা

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় শারদীয় দূর্গাপূজা ২০২৩ সাফল্য মন্ডিত করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, সাধারণ সম্পাদক টুপুর জোয়ারদার বক্তব্য রাখেন।

এছাড়াও আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য শারদীয় দুর্গাপূজার সভাপতি-সাধারণ সম্পাদক, শিক্ষক, সুশীল সমাজের লোকজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।