বারহাট্টায় শেখ রাসেল দিবস পালিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল- এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক অনুষ্ঠানটি প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছল পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, সিনিয়র মৎস্য অফিসার তানবীর আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা বক্তব্য রাখেন।
এছাড়াও আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।