বারহাট্টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় পবিত্র রমজান মাসে বিশ্বাসঘাতক অভিশপ্ত ইহুদী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাংলাদেশ হেফাজতে ইসলাম বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সফল করার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বারহাট্টা পূর্ববাজার বড় মসজিদে এসে জমায়িত হয়।
পরে বিক্ষোভ মিছিলটি বারহাট্টা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ফিলিস্তিনে হামলা কেন, জবাব জবাব চাই, বিশ্বের মুসলিম, এক হও লড়াই কর, ইসরাইলের কালো হাত, ভেঙ্গে দাও ভেঙ্গে দাও, এ সব শ্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ মিছিলটি।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামের বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ জসিম উদ্দিন তালুকদার, সাহতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শেখ আতিকুল ইসলাম নুরুজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হেফাজতে ইসলামের বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ জসিম উদ্দিন তালুকদার তার বক্তব্যে জানান, ফিলিস্তিনের সাধারণ মানুষজনসহ শিশুদেরকে নির্মম ভাবে হত্যার করা হচ্ছে। ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী পবিত্র রমজান মাসে নিরপরাধ মুসলিমদের অমানবিক ভাবে নির্যাতন করে যাচ্ছে। এ সব নির্যাতনের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।