বারহাট্টায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সভা

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) শামীম আফরোজ মারলিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ।

এছাড়াও জনপ্রতিনিধিগণ, অন্যান্য অফিসের কর্মকর্তাগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।