বারহাট্টায় সহকারী অধ্যাপক আনিছুল আলমের মাতা জাহানারা ইসলাম আর নেই
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বারহাট্টা প্রেসক্লাসের সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদারের মাতা জাহানারা ইসলাম (৮২) আর নেই।
মঙ্গলবার সকাল ৬.৩০ ঘটিকার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তিনি বারহাট্টা বাজারের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
বারহাট্টা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বারহাট্টা প্রেসক্লাসের সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার জানান, আমার বড় ভাই শফিকুল আলম তালুকদার ডাক্তারী পেশায় সিলেট নিয়োজিত থাকায় আমার মা বড় ভাইয়ের বাসায় ছিলেন।
মঙ্গলবার সকালে মায়ের অসুস্থতা দেখা দিলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।