বারহাট্টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বারহাট্টা উপজেলার বিএনপি সমর্থিতদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ আওয়াল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আলতাবুর রহমান হানিফ, সরকারি কলেজের সাধারণ সম্পাদক মুন্না, ও ছাত্রনেতা হৃদয় প্রমুখ। ছাত্রনেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মিথ্যা মামলায় তাঁকে দীর্ঘ দিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। অবিলম্বে লুৎফুজ্জামান বাবরকে মুক্তির দাবি জানান তারা।