বারহাট্টায় ‘স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
“ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানেই যথেষ্ট” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় সাহতা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে “ধর্মীয় প্রতিনিধি/মসজিদ কমিটির সমন্বয়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি” বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ শহিদুল ইসলাম খান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বারহাট্টা ও এতে সঞ্চালনা করেন অনিতা রানী পাল সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এম,সি,এইচ এফপি) বারহাট্টা।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান খান, ডাঃ বাবুল চন্দ্র সরকার ডিস্ট্রিক কনসালটেন্ট (এফ পি সি এস, কিউ আই টি), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নেত্রকোণা, ডাঃ খান মানসুরা সহকারী পরিচালক কোয়ালিটি ইন্সুরেন্স (সি,সি,এস ডিপি) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা।
এছাড়াও অন্যান্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ মোহাম্মদ আনোয়ার রহমান (সড়সপয- ভঢ়), ডাঃ মোহাম্মদ মাজহারুল আমীন উপজেলা মেডিকেল অফিসার বারহাট্টা, ও কারী মাওলানা মুফতি ওয়ালীউল্লাহ। উপস্থিত ছিলেন,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়, দৈনিক ভোরের ডাক পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি মোঃ লতিফুর রহমান খান, বারহাট্টা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম আজাদ বকুল,বারহাট্টা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ দাস, সাহতা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হানুল হক রানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমন রায় প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ইসলামি ফাউন্ডেশনের নেতৃবৃন্ধ, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।