বারহাট্টায় হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্ষের সামনে এসে শেষ হয়। পরে বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্ব ও বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এম.পি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সজল, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খায়রুল কবীর খোকন, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।