বারহাট্টায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার- ১

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
ছবি- প্রতিনিধি

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চুরাইপথে আসা ১০ বোতল মদ উদ্ধার ও চুরাকারবারী অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

এ সময় আমদানী নিষিদ্ধ মদ বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম সাব্বির হোসেন। সাব্বির হোসেন কলমাকান্দা উপজেলার ছত্রংপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ফকিরের বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দশদার এলাকায় ওয়ারেন্ট তামিল ও অবৈধ মাদক উদ্ধার অভিযান চলছিল।

এ সময় খবর আসে যে, ভারতীয় সীমান্ত উপজেলা কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়ক পথে কতিপয় ব্যক্তি মোটর সাইকেল যোগে আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ নিয়ে আসছে। পরে বারহাট্টা থানার উড়াদিঘী (কাট্টাচোরা) সাকিনস্থ কলমাকান্দা টু ঠাকুরাকোনা রোডে আলতু মিয়ার মনোহারী দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ এক জনকে গ্রেফতার করা হয় ।

ওসি খোকন কুমার সাহা বলেন, জব্দ মদের মূল্য ৩২ হাজার টাকা হতে পারে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মোটর সাইকেলটি থানায় আটক আছে।