বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সিএনজি জব্দ

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ মো. মোখলেছুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের গেরিয়া মোড় থেকে তাকে আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোখলেছুর রহমান পাশের মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মোহনগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশা করে গাঁজা নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছে কয়েকজন ব্যবসায়ী। এমন গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা সদরের পূর্বপাশ সংলগ্ন গেরিয়া মোড়ে এসআই মো. মুন্তাজ আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।

সন্দেহজনক অটোরিকসাটি থামানোর সংকেত দিলে পেছনের সিটে যাত্রীবেশে বসা তিন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। চালকের আসনে থাকা মোখলেছুর ও জিএনজি চালিত অটোরিকশা থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে দৌড়ে ধরতে সক্ষম হয়।

পরে জিএনজি চালিত অটোরিকসাতে তল্লাশি চালিয়ে তিনটি স্কুল ব্যাগে ১৭ কেজি গাঁজা পাওয়ার পর তাকে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি খোকন কুমার সাহা বলেন, আটক মোখলেছুর একজন পেশাদার মাদক ব্যবাসয়ী। নিয়মিত মোহনগঞ্জ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক ময়মনসিংহ নিয়ে কেনা-বেচা করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। এ ছাড়া পালিয়ে যাওয়া সহযোগীদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।