বারহাট্টায় ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসনের মহড়া

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। এ নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, সার্কেল এসপি, পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সোমবার উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহড়ার আয়োজন করা হয়। ২১ মে ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় তার জন্যেই এ মহড়ার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, কোনো প্রার্থীর সমর্থকরা যাতে ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে ও ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় সেই লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। আমাদের সাথে মাঠ পর্যায়ে নিরাপত্তার জন্য থাকবে পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও কোথায় ঝামেলা হতে পারে, সেসব বিষয়ে খোঁজ-খবর রাখছে পুলিশ। যে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কাঠোর অবস্থানে। নির্বাচনের সময় যদি অযথা কেউ আইন শৃঙ্ঘলা নষ্ট করার উপচেষ্টায় লিপ্ত থাকে তাহলে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।