বারহাট্টায় ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক পেলেন যারা
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচন।
বৃহস্পতিবার ছিল প্রতিক বরাদ্দের দিন। প্রতিক বরাদ্দের সাথে সাথেই জমে উঠেছে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণ।
এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিক পেলেন যারা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল কবীর খোকন (মোটর সাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পর পর তিনবারের সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন (মাইক), মোঃ আশরাফুজ্জামান নয়ন ফকির (তালা), মোঃ রুবেল হোসেন (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীনুর আক্তার (বৈদ্যুতিক পাখা), খাদিজা বেগম (হাঁস), মোসাঃ খেলন আক্তার (কলস), রুবি আক্তার (ফুটবল), সন্ধ্যা রাণী (পদ্ম ফুল)।
এ সব প্রতিক নিয়ে নির্বাচনে লড়বেন প্রার্থীরা। আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।