বারহাট্টায় ২ মাদক ব্যবসায়ী আটক
আটককৃতদের বুধবার বিকালে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়
লতিবুর রহমান খান :
নেত্রকোণার বারহাট্টায় অভিযান পরিচালনা করে ৯শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
বুধবার বারহাট্টা উপজেলার ১নং বাউসী ইউনিয়নের প্রেমনগর ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
এ সময় মাদক বেচাকেনা ব্যবহৃত একটি ব্যাটারি চালিত তিন চাকার সবুজ রঙের একটি রিক্সা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- নেত্রকোণা সদর থানার দরুন বালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক ওরফে মঙ্গল (৫৫), নেত্রকোণা মেছুয়া বাজারের আবুল কালামের ছেলে মোঃ লিটন মিয়া (৩২)।
পুলিশসূত্রে জানা যায়, বারহাট্টা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলছিল। এই অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার এসআই প্রশান্ত কুমার সাহা তার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে প্রেমনগর ব্রীজে অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিদের আটক করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা জানান, আটককৃতদের বুধবার বিকালে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।