বারহাট্টায় ৩ দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলা রবিবার শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকল দপ্তর কর্তৃক সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড নিয়ে ষ্টল প্রদর্শন, মেলার শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ষ্টল পরিদর্শন।

সোমবার মেলার ২য় দিন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি এ মেলার শুভ উদ্বোধন করেন। পাশাপাশি তিনি মেলায় অংশ গ্রহণকারী ষ্টল পরিদর্শন করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সজল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, কৃষি অফিসার রাকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা প্রমুখ।

উন্নয়ন মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্টল সাজানো হয়েছে। সরকারের নানামুখি উন্নয়ন চিত্র তুলে ধরতে বারহাট্টা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিজ নিজ স্টলে সচিত্র প্রদর্শন ও উপস্থাপন করা হবে।

উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরও তাদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে সব রকমের প্রস্তুতি নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩ দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা আয়োজনের সব ধরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। ৩ দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা দেখতে ও সরকারের উন্নয়নচিত্র সম্পর্কে অবহিত হতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মধ্যদিয়ে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শেষ হবে।

এ মেলায় আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।