
লতিবুর রহমান খান :
নেত্রকোণার বারহাট্টায় ৪নং আসমা ইউনিয়নের ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তালুকদার আর নেই, ইন্নালিল্লাহি….. রাজিউন।
আবুল হাসেম তালুকদার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামের সওদর আলী তালুকদার ওরফে কালাচান তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার ১২.৩০ মিনিটের সময় নেত্রকোনা শহরের আরামবাগে তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আসমা ইউনিয়নের পর পর তিন বারের সফল চেয়ারম্যান হিসাবে হত দরিদ্র, গরীব ও অসহায় মানুষদের নিঃস্বার্থ ভাবে অনেক সেবা দিয়ে গেছেন। ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি না ফেরার দেশে চলে গেলেও তার কাজ গুলো চির অম্লান হয়ে থাকবে যুগে যুগে। কাজের মাধ্যমে স্ব-ইউনিয়নবাসী তাকে স্মরণ রাখবেন।
পারিবারিক জীবনে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযা আজ ৫ ঘটিকায় নেত্রকোণা ও আগামীকাল ৬-১-২০২৩ ইং তারিখ ১১ ঘটিকায় আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।